উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উমা আসছে। বাতাসে পুজো পুজো গন্ধ। আর বাঙালীর এই শ্রেষ্ট উৎসবকে সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার হাওড়া গ্রামীণ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিন উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়, হাওড়ার জেলাশাসক দীপাপ প্রিয়া পি, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক সৌম্য চট্টোপাধ্যায়, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্য আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর সোমবার থেকে আগামী তিনদিন হাওড়া গ্রামীণ জেলার পুজো কমিটিগুলিকে ওয়ান উইন্ডো সিস্টেমে পুজোর অনুমতি দেওয়া হবে। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে এলাকার বিডিও অফিস থেকে এবং উলুবেড়িয়া পুরসভার ক্ষেত্রে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তর থেকে পুজোর অনুমতি দেওয়া হবে। তবে যদি কোন পুজো কমিটি ওই তিনদিনের মধ্যে পুজোর অনুমতি সংগ্রহ করতে পারবেনা তাদের জন্য একটি বিশেষ দিনের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।