হাওড়ার বন্যা পরিস্থিতি উন্নতি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- ডিভিসি জল ছাড়ার পরিমান কমানোয় উদয়নারায়ণপুর ও দীপাঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমশঃ উন্নতি হচ্ছে। উদয়নারায়ণপুরের যেসব জায়গা দিয়ে বাঁধ উপচে জল ঢুকে গ্রাম প্লাবিত হয়েছিল বুধবার রাত থেকেই সেইসব জায়গা দিয়ে গ্রামে জল ঢোকা বন্ধ হয়েছে। ফলে নতুন করে আর কোন এলাকা প্লাবিত হয়নি। এমনকি মঙ্গলবার রাত থেকে যেসব জায়গায় জল জমেছিল বুধবার রাত থেকে সেইসব জায়গার জল নামতে শুরু করেছে। অন্যদিকে জল কমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই উদয়নারায়ণপুর ডিহিভুরসুট রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। দোকানপাট ও খুলছে।
উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন সূত্রে খবর এখন ও ৭/৮টি গ্রাম জলমগ্ন আছে। উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর সিট জানান এখনোও পর্যন্ত ১৬টি ত্রান শিবিরে ১২০০ জন আছে। তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
অন্যদিকে আমতা ২ নং ব্লকের দীপাঞ্চলের বন্যা পরিস্থিতি ও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে উত্তর ভাটোরার বির্স্তীন এলাকা এখনোও জলমগ্ন হয়ে আছে। ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক গায়েন জানান জল খুব ধীরে ধীরে নামছে। এখনোও রাস্তাঘাট জলের তলায় আছে। ৪টি ত্রান শিবিরে দূর্গত মানুষদের রাখা হয়েছে। আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষূধ বিতরন করছেন। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান পরিস্থিতি ক্রমশঃ উন্নতি হচ্ছে। দূর্গত এলাকায় শুকনো খাবার এবং বেবি ফুড , ত্রিপল পাঠানো হয়েছে। এলাকায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে। প্রশসনের নজরদারিতে নদীতে নৌকার মাধ্যমে যাত্রী পারাপার শুরু হয়েছে।