ডিভিসির ছাড়া জলে বন্যার আশঙ্কা দীপাঞ্চলে

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- সোমবার ডিভিসির ছাড়া জল ইতিমধ্যে দামোদর ও মুন্ডেশ্বরী নদী দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া জেলার উদয়নারায়ণপুর এবং দীপাঞ্চল এলাকায় পৌছাতে শুরু করেছে।প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার ডিভিসি যে জল ছেড়েছে সেটা বুধবার দুপুরের পর থেকে সেই জল এলাকায় পৌছাবে। তবে নদীতে জলস্তর বাড়লে তাতে মানুষের যতে কোন সমস্যা না হয় সেই সর্ম্পকে তৎপর আছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে নদীতে জলস্তর বৃদ্ধির কারণে জোয়ারের সময়  প্রশাসনের পক্ষ থেকে মুন্ডেশ্বরী নদীতে নৌকা চালানো বন্ধ রাখতে বলা হয়েছে। এদিন দীপাঞ্চলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন  প্রশাসনের পক্ষ থেকে এলাকা ঘুরে দেখার পাশাপাশি  মাইকে দীপাঞ্চলের বাসিন্দাদের সর্তক করা হয়। অন্যদিকে দীপাঞ্চলের পাশাপাশি উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি তদারকি করছেন উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর শীট, জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুলেখা পাঁজা, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি লক্ষীকান্ত দাস।

সোমবারের পর মঙ্গলবারেও দফায় দফায় জল ছড়েছে ডিভিসি। প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার সকাল এবং দুপুরের ছাড়া জল বুধবার উদয়নারায়ণুর ও দীপাঞ্চলে এসে পৌছাবে। এদিকে সোমবারের ছাড়া ডিভিসির ছাড়া জলে সকালে দীপাঞ্চলের জমি ও নীচু জায়গা ডুবলেও রাস্তাঘাট ডোবেনি। ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক গায়েন জানান এখনোও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে। ত্রান শিবিরে কাউকে নিয়ে যাওয়া হয়নি। তবে রাতে জল আরোও বাড়লে মানুষদের ত্রান শিবিরে নিয়ে যাওয়া হবে। আমতা ২ নং ব্লকের বিডিও সৈয়দ মাসুদুর র‍্হমান জানান সবরকম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে দীপাঞ্চলে ১৮টি ত্রান শিবির খোলা হয়েছে। অন্যদিকে এদিন জলের তোড়ে মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা মাড়োখানা বাঁশের সেতু ভেঙে পড়ে। ফলে হুগলীর সঙ্গে হাওড়ার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরে সেভাবে আতঙ্কের পরিস্থিতি তৈরী না হলেও ঘোলার কাছে নদীর বাঁধ কিছুটা খারাপ অবস্থায় থাকায় সেখানে সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলা হয়েছে।    

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *