৪ লক্ষ ৫৯ হাজার টাকা প্রতারনা, গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- প্রতারকদের খপ্পরে পড়ে এক ব্যাক্তি ৪ লক্ষ ৫৯ হাজার টাকা খোওয়ালেন। যদিও পরে এই ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে সম্প্রতি হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ প্রতাপ হালদার, পিন্টু মন্ডল, পরমেশ মন্ডল এবং আসিফ মন্ডল নামে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করল।পুলিশ সূত্রে খবর ধৃতেরা প্রত্যকেই পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ ২ লক্ষ টাকা ছাড়াও প্রচুর পরিমানে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড, ল্যাপটপ, ডাইরী এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে জগৎবল্লভপুরের শংকরহাটির বাসিন্দা বাচ্চু শেঠের মোবাইলে একটি অজানা নম্বর থেকে মেসেজ আসে। মেসেজে এক ব্যাক্তি নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বাচ্চু শেঠকে তার মোবাইলে আসা মেসেজটি একটি নির্দিষ্ট নম্বরে ফরোয়ার্ড করে দিতে বলে। মেসেজে লেখা ছিল মেসেজ ফরোয়ার্ড করে দিলে তিনি পোস্টে তার কোভিড সার্টিফেকেট পেয়ে যাবেন। পুলিশ প্রশাসন সূত্রে খবর বাচ্চু শেঠ প্রতারকদের সেই ফাঁদে পা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রতারকরা তার ব্যাঙ্ক এ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৫৯ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপরেই বাচ্চু শেঠ গত ৩০ সেপ্টেম্বর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। এরপরেই হাওড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম এবং স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা তদন্তে নেমে প্রতাপ হালদার পিন্টু মন্ডল, পরমেশ মন্ডল এবং আসিফ মন্ডলকে গ্রেপ্তার করে এবং ধতদের কাছ থেকে নগদ টাকা সহ বিভিন্ন জিনিষ উদ্ধার করে।