ভাটোরায় জলের চাপে ভাঙলো ২টি বাঁশের সেতু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টির পাশাপাশি ডিভিসি জল ছাড়তেই জল ঢুকলো হাওড়ার দীপাঞ্চল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের নীচু জমিতে। পাশাপাশি মুন্ডেশ্বরী নদীতে জলের প্রবল স্রোত থাকায় নদীর উপরে থাকা দুটি বাঁশের সেতু ও এদিন ভেঙে পড়ল। আর বাঁশের সেতু ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন দীপাঞ্চলের প্রায় ৬০ হাজার বাসিন্দা। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান প্রশাসন সজাগ আছে। নদীতে জল বাড়লে বাসিন্দাদের যাতে কোন সমস্যা না হয় সেইদিকে নজর রাখছে প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর শনিবার ডিভিসি প্রায় ১৭ হাজার কিউসেক জল ছেড়েছে। এর সঙ্গে জোয়ারের চাপে মুন্ডেশ্বরী নদীতে জলের চাপ অনেকটাই বেড়েছে। আর নদীর জলের চাপে শনিবার রাতে গায়েনপাড়া এবং আজানগাছি বাঁশের সেতু ভেঙে পড়ে। অন্যদিকে বাঁশের সেতু ভেঙে যাওয়ায় নতুন করে সমস্যায় পড়েছেন দীপাঞ্চলের বাসিন্দারা। আপাতত নৌকার মাধ্যমে নদী পারাপারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নদীতে জলের চাপ বাড়তেই দীপাঞ্চলের নীচু জমিতে জল ঢুকেছে। ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিযেছে। ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক গায়েন জানান নীচু জমিতে জল ঢুকলেও এই মূহুর্তে জমিতে জল দাঁড়াচ্ছেনা। তবে ডিভিসি যদি আরোও জল ছাড়ে এবং সেই জল যদি মাঠে কয়েকদিন দাঁড়িয়ে যায় তাহলে ফসলের ক্ষতি হবে।