শ্যামপুরে দুয়ারে ডাক্তার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,শ্যামপুর- বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার শ্যামপুর ২ নং ব্লকের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে দুয়ারে ডাক্তার শিবির অনুষ্ঠিত হল। এদিনের এই শিবিরে শিশু রোগ, অস্থি সংক্রান্ত রোগ, স্ত্রী রোগ এবং মেডিসিন বিভাগে ব্লকের বিভিন্ন এলাকার ৭৫০ জন মানুষ ৪টি বিভাগে চিকিৎসা পরিষেবা নেন। এদিনের এই শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধক্ষ্য দীপক দাস।
এদিন জুলফিকার আলি মোল্লা জানান বাড়ির কাছেই এই পরিষেবা চালু হওয়ায় অনেক মানুষ উপকৃত হয়েছেন। শ্যামপুর ২ নং ব্লকে ডেঙ্গু পরিস্থিতি সর্ম্পকে জুলফিকার আলি মোল্লা জানান ব্লকের পরিস্থিতি নিয়ন্ত্রনে। এখনোও পর্যন্ত ব্লকে ৩ জন ডেঙ্গু আক্রান্ত আছে। এদিন শ্যামপুর ১ নং ব্লকের শ্যামপুর উচ্চ বিদ্যালয়েও দুয়ারে ডাক্তার শিবির অনুষ্ঠিত হয়।