আমতা ২ নং ব্লকের দুটি পঞ্চায়েতে দুটি কঠিন বর্জ্য নিরাপদ নিস্কাশণ প্রক্রিয়া কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতা ২ নং ব্লকের ভাটোরা ও ঝিখিরা গ্রাম পঞ্চায়েত এলাকার পরিবেশকে আরোও সুন্দর করে তুলতে শনিবার ৫৭ লক্ষ টাকা ব্যায়ে দুটি পঞ্চায়েতে দুটি কঠিন বর্জ্য নিরাপদ নিস্কাশণ প্রক্রিয়া কেন্দ্রের উদ্বোধন হল। এদিন নব নির্মিত দুটি কঠিন বর্জ্য নিরাপদ নিস্কাশন কেন্দ্রের উদ্বোধন করেন জেলাশাসক মুক্তা আর্য্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক সৌম্য চট্টোপাধ্যায়, আমতা ২ নং ব্লকের বিডিও সৈয়দ মাসাদুর রহমান সহ অন্যান্যরা। ব্লক প্রশাসন সূত্রে খবর ভাটোরা গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প নির্মান করতে ব্যায় হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা এবং ঝিখিরা গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প নির্মান করতে ব্যায় হয়েছে ৩১ লক্ষ টাকা। প্রকল্পটি নির্মান হওয়ার ফলে ভাটোরা গ্রাম পঞ্চায়েতের ৫৩৫৭টি পরিবার এবং ঝিখিরা গ্রাম পঞ্চায়েতের ৩১৩৬টি পরিবার উপকৃত হবেন। এদিন বিধায়ক সুকান্ত পাল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজ চলছে এটা তার একটা অঙ্গ।