বহিরা গ্রামে অজানা জ্বরের আতঙ্ক

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া বহিরা গ্রামে কয়েকটি গ্রামের অধিকাংশ বাড়ির বাসিন্দা জ্বরে আক্রান্ত। একের পর এক বাড়ির বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ায় দিশাহার গ্রামের মহিলা থেকে পুরুষেরা। আর বহিরা গ্রামের বাসিন্দাদের এই সমস্যা দূর করতে রবিবার দুপুরে বিজ্ঞান মঞ্চের একটি প্রতিনিধি দল এবং চিকিৎসকের একটি দল বহিরা গ্রামে আসেন। তারা জ্বরে আক্রান্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

জানা গেছে বহিরা গ্রামের দাস পাড়া, রায় পাড়া, সাঁতরা পারায় গত কয়েকদিন ধরে প্রায় শতাধিক মানুষ অজানা জ্বরে আক্রান্ত। তাদের মধ্যে আবার ৫ জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। আর সেই কারণে গ্রামে নতুন করে কেউ জ্বরে আক্রান্ত হলে আতঙ্ক বাড়ছে মানুষদের মধ্যে। জ্বরে আক্রান্ত বাসিন্দাদের মতে জ্বর হওয়ার পর থেকেই একটুতে হাঁফিয়ে উঠছি। মাথা ঘুরছে। চোখ ধোওয়া হয়ে যাচ্ছে। শ্বাস কষ্ট হচ্ছে। স্থানীয় পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা জানান গত কয়েকদিন ধরেই এই অজানা জ্বর নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। ডাঃ স্বাগত মুখোপাধ্যায় জানান গত কয়েকদিন ধরে এখানে অনেকে জ্বরে আক্রান্ত। আমরা তাদেরপরীক্ষা করলাম। অধিকাংশের জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ আছে। আমরা জ্বর হলেই রক্ত পরীক্ষার পাশাপাশি কোভিড টেস্ট করানোর কথা বলেছি। অন্যদিকে কালীনগর বিজ্ঞান চক্রের সম্পাদক বিশ্বনাথ প্রামানিক জানান গ্রামে একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যা সমাধানের উদ্দ্যেশে আমরা এখানে এসেছিলাম। সোমবার গ্রামে পুনরায় চিকিৎসকের দল যাবে।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *