ছিনতাই হওয়া ৩০ টন স্টিল উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- উড়িষ্যা থেকে হাওড়ার আলমপুরে আসার সময় ৩০ টন স্টিল সহ ট্রাক ছিনতাই করার ঘটনায় শনিবার ব্যারাকপুর পুলিস কমিশনারেট এলাকা থেকে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতেরা হল অনিল কুমার সাউ, রাম মোহন সাউ, মনু লাল সাউ এবং অজয় শর্মা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডানকুনি থেকে ৩০ টন স্টিল উদ্ধার করতে পারলেও ট্রাকটিকে উদ্ধার করা যায়নি। ধৃতদের রবিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে খবর গত ১৬ আগষ্ট উড়িষ্যার জাজপুর থেকে ৩০ টন স্টিল নিয়ে একটি ট্রাক আলমপুরের জালান কমপ্লেক্সের উদ্দ্যেশে আসছিল। ১৮ তারিখে পাঁচলার পর থেকে আর ট্রাকটির আর কোন হদিশ পাওয়া যায়না। অবশেষে ২০ আগষ্ট পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমে দেখে গাড়ির নম্বর প্লেট ভুয়ো লাগানো হয়েছে এবং চালকের যে নাম দেওয়া হয়েছে সেটাও ভুল। পুলিশ তদন্তে নেমে দেখে ঘটনার দিন পাঁচলার একটি নির্দিষ্ট জায়গায় আসার পরেই স্টিল সহ ট্রাকটিকে ছিনতাই করা হয়েছে। এরপর শনিবার রাতে তল্লাশি চালিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা থেকে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি ডানকুনি থেকে চুরি হওয়া ৩০ টন স্টিল উদ্ধার করে।