বাগনান ও উলুবেড়িয়া থেকে কেউটেনো চন্দ্রবোড়া সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- শুক্রবার বাগনান ও উলুবেড়িয়ার পৃথক জায়গা থেকে থেকে ২টি কেউটে ও ৩টি চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। এদিন সকালে বাগনানের কাঁটাপুকুর গ্রামের এক গৃহস্থের বাড়ির মাটির গর্ত খুঁড়ে একটি ৫ ফুটের কেউটে সাপ উদ্ধার করে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক এবং তার দুই সঙ্গী রঘুনাথ মান্না ও প্রনয় আশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এদিন বাগনান বাস স্ট্যান্ডের পিছন থেকে ২টি চন্দ্রবোড়া সাপের বাচ্চা এবং বাগনান মানকুর মোড় লাগাোয়া একটি বাড়ির বাগান থেকে আরোও একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে পরিবেশকর্মী চিত্রক প্রামনিক তার সঙ্গূী সুমন্ত দাস। পরে উদ্ধার হওয়া সাপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
এদিন উলুবেড়িয়ার মৌবেশিয়া মালিকের মোড়ে মাছ ধরার ফাঁদিতে আটকে পড়া একটি কেউটে সাপ উদ্ধার করে পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। পরে দেবাশীষ বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা কেউটে সাপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।