বাগনানের খাজুরনান থেকে সরাল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- সপ্তাহ তিনেক আগে আমতার গাজিপুরে এক গৃহস্থের কাছ থেকে একটি লেসার হুইস্লিং ডাক বা সরাল উদ্ধার করেছিল পরিবেশকর্মীরা। আর এবার বাগনানের খাজুরনান গ্রামের একটি পুকুর থেকে একটি সরালের বাচ্চা উদ্ধার করল দুই শিশু অমিত আদক ও সুমন জাসু। সোমবার বিকেল সরালটিকে উদ্ধার করার পর দুজনে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে। পরে এলাকার পরিবেশপ্রেমী সুপ্রকাশ আদক পরিবেশকর্মী চিত্রক প্রামানিককে বিষয়টি জানান। পরে চিত্রক ও সুমন্ত দাস গ্রামে গিয়ে সরালটিকে উদ্ধার করে এবং মঙ্গলবার বিকেলে তাকে ছেড়ে দেয়।
চিত্রক জানান এইসময় সরাল বা বুনো হাঁসের ছানা হয়। তারা খাবারের জন্য জলাভূমি ও পুকুরে চলে আসে। বাসস্থান সঙ্কট ও শিকারের জন্য এদের সংখ্যা কমে যাচ্ছে। ভারতীয় বন্যপ্রান আইন অনুযায়ী এই সরাল শিকার করা দন্ডনীয় অপরাধ বলে জানান চিত্রক প্রামানিক।