জগৎবল্লভপুরের মুন্সিরহাট বাজারে ৬টি দোকানে চুরি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- রাতের অন্ধকারে জগৎবল্লভপুরের মুন্সিরহাট বাজারে ৩টি সোনার দোকান, ২টি ওষুধের দোকান এবং একটি সেলুনে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ব্যবসায়ীদের মধ্যে। জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে মুন্সিরহাট বাজারের দুস্কৃতীরা বাজারে ৩টি সোনার দোকান, ২টি ওষুধের দোকান এবং একটি সেলুনে হানা দেয় দুস্কৃতীরা। তারা দোকানের টিনের চাল কেটে চুরি করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের চুরির বিষয়টির নজরে আসে।
ওষুধের দোকানের মালিক প্রদীপ ঘোষ জানান দীর্ঘদিন ধরেই এখানে চুরি হচ্ছে। এই নিয়ে আমার দোকানে ৫বার চুরি হল। এলাকার পরিচিত দুস্কৃতীরাই এই চুরি সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি। বাজারে আলো ও সিসিটিভি লাগানোর দাবি জনান তিনি। অন্যদিকে এলাকায় মদ গাঁজা জুয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা অশোক সিংহ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে।