জগৎবল্লভপুরে বাঘরোল নিয়ে সচেতনতা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- রাতের অন্ধকারে জগৎবল্লভপুরের বল্লভবাটী রেলগেটের কাছে একটি বাঘরোলকে দেখে বাঘরোলের সেই যাতায়াতের ভিডিও এলাকায় চিতাবাঘের আনাগোনা বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিল। দিন দুয়েক আগের এই ঘটনার জেরে গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। আর এলাকার মানুষের চিতাবাঘের আতঙ্ক দূর করতে শনিবার স্থানীয় ব্রাহ্মনপাড়া হাইস্কুল এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের উদ্যোগে বল্লভবাটী রেলগেটের কাছে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল।
শিবিরে মাজু সাব ইউনিটের সদস্যরা ছাড়াও ব্রাহ্মনপাড়া হাইস্কুলের পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। শিবিরে বাঘরোল সর্ম্পকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি কাটাতে বাঘরোল নিয়ে সচেতন করার পাশাপাশি লিফলেট বিতরন করা হয়। পরে সাধারন মানুষ ও রেলযাত্রীদের বাঘরোল নিয়ে সচেতন করতে দক্ষিন পূর্ব রেলের মহেন্দ্রলাল ষ্টেশনের সামনে একটি সচেতনতামূলক ফ্লেক্স লাগানো হয়। পাশাপাশি ষ্টেশন চত্বরে লিফলেট মারা হয়।