৫টি তিল কাছিম উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনান ১ নং ব্লক এবং আমতা ২নং ব্লকের বিভিন্ এলাকা থেকে ৫টি তিল কাছিম উদ্ধার করল পরিবেশকর্মীরা। জানা গেছে শুক্রবার সকালে বাগনান ১ নং ব্লকের বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের ভোলসার গ্রামের বাসিন্দা ২টি তিল কাছিম উদ্ধার। কাশমলি গ্রাম পঞ্চায়েতের সোলবাঘা গ্রামের বাসিন্দা স্কুল ছাত্রী প্রিতি পাল ও ধান্যগোরী গ্রামের বাসিন্দা শিবনাথ বেরা ১টি করে তিল কাছিম উদ্ধার করে। অপরদিকে দক্ষিন খালনা গ্রামের বাসিন্দা সঞ্জয় সাঁতরা ১টি তিল কাছিম উদ্ধার করেন।
পরে মেরিনার্স এরিনা ফাউন্ডেশনের সদস্য পরিবেশকর্মী দেবরাজ আড়ু, অনির্বান মাল এবং অঞ্জন মিশ্র প্রতিটি জায়গা থেকেই তিল কাছিমগুলিকে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেয়। পরবেশকর্মী দেবরাজ আড়ু জানান বন্যপ্রান আইন অনুযায়ী তিল কাছিম বাড়িতে রাখা বা হত্যা করা আইননত দন্ডনীয় অপরাধ।