হুগলী নদীতে দুর্ঘটনার কবলে পণ্যবাহী জাহাজ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- হুগলী নদীপথে কলকাতা বন্দের যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারলো একটি পন্যবাহী জাহাজ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্যামপুরের ৫৮ গেট পর্যটন কেন্দ্র সংলগ্ন পূর্ব বাসুদেবপুর জেলাপাড়ায়। এলাকায়। এদিনের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটিকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে কলকাতা ও হলদিয়া বন্দর থেকে দুটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্টিয়ারিং এর যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে।
সূত্রের খবর বুধবার সকালে ৩৩৮টি কনটেনার নিয়ে এম টিটি সিঙ্গাপুর নামের একটি পণ্যবাহী জাহাজ হুগলী নদীপথে মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে কলকাতা বন্দরের উদ্দ্যেশে যাচ্ছিল। অন্যদিকে একটি জাহাজ কলকাতা বন্দর থেকে হলদিয়া বন্দরের দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর সকাল ১১টা নাগাদ দুটি জাহাজ পাশাপাশি যাওয়ার সময় কলকাতা অভিমুখে যাওয়া পন্যবাহী জাহাজটি হলদিয়ামুখী জাহাজকে পাশ কাটাতে গেলে কলকাতা গামী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্টিয়ারিংয়ের যান্ত্রিক ত্রুটির কারণে সেটাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হন চালক। জাহাজটি হুগলি নদীর ৫৮ গেটের দিকে নদীর পাড়ে চলে এসে নদীর পাড়ে ধাক্কা মারে। ঘটনায় আতঙ্ক ছড়িযে পড়ে গোটা এলাকায়। পরে ৫৮গেট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
কলকাতা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, “কলকাতা এবং হলদিয়া দুটি বন্দর থেকে দুটি আলাদা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্রেন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের সঙ্গে রয়েছে। যাতে আজই সেটিকে সেখান থেকে উদ্ধার করে গন্তব্যস্থলে দিকে রওনা দেওয়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। জাহাজের ফিলিপিনস এবং মালেশিয়ার নাগরিক কুড়িজন ক্রু আছেন। তারা সকলেই নিরাপদে আছেন।