আমতার প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতার বার্তা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বিদ্যালয়ের দেওয়ালে কোথাও আঁকা হয়েছে রাজ্য পাখি মাছরাঙার ছবি, আবার কোথাও বা রাজ্য প্রানী বাঘরোলের ছবি আঁকা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এইভাবে বিদ্যালয়ের দেওয়ালে ছবি আঁকল হাওড়ার সিরাজবাটী চক্রের আমতা আওড়াগাছি প্রাথমিক বিদ্যালয়।
আমতার এই প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে পরিবেশ রক্ষার বার্তার পাশাপাশি ছবির মাধ্যমে গ্রাম ও শহরের পরিবেশের পার্থকের কথা, জল সংরক্ষনের বার্তার পাশাপাশি থার্মকলের কুফল সর্ম্পকেও বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু তাই নয় বিদ্যালয়ের দেওয়ালে সাপের ছবি আঁকার পাশাপাশি সাপ কামড়ালে ওঝার কাছে না নিয়ে গিয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরমর্শ দেওয়া হয়েছে। আমতা আওড়াগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানান পরিবেশ সর্ম্পকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।