ডাউন মুম্বাই মেলের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন বাংলাদেশের গৃহবধূ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে ডাউন মুম্বাই মেলের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন বাংলাদেশের এক মহিলা। জানা গেছে শনিবার ডাউন মুম্বাই মেলে হাওড়ার উদ্দ্যেশে আসছিলেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রেজাউল করিম ও মঞ্জিলা খাতুন। মঞ্জিলা খাতুন সন্তান সম্ভবা ছিলেন। ট্রেনের যাত্রীদের সূত্রে খবর সকাল ৯ টা নাগাদ ট্রেনটি খড়গপুর ষ্টেশন ছাড়ার পরেই মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রনা শুরু হয়। তিনি ট্রেনের কামরার মধ্যেই একটি ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দেন। এদিকে এই ঘটনার পরেই সহযাত্রীরা টিকিট পরীক্ষককে বিষয়টি জানান। এরপরেই রেলের তৎপরতা শুরু হয়। রেল কর্তৃপক্ষ্যের পক্ষ থেকে বাগনান ষ্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়।
রেল পুলি্শ, জিআরপি ও রেল কর্মীদের পাশাপাশি দক্ষিন পূর্ব রেলের প্যাসেঞ্জার্স এসোসিয়েশন তৎপর হয়। বাগনান ষ্টেশন সংলগ্ন এলাকার একটি নার্সিং হোমে সবকিছু প্রস্তুত রাখা হয়। এ্যাম্বুলেন্স ও প্রস্তুত রাখা হয়। পরে মুম্বাই মেলকে বাগনান ষ্টেশনে আসলে ট্রেনটিকে দাঁড় করানো হয়। পরে মা ও সদ্যজাতকে দ্রুত নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। নার্সিং হোম পর্তৃপক্ষ সূত্রে খবর শিশুটি প্রি ম্যাচিওর। মা ও সদ্যজাতকে এখানে ২ ঘন্টা পর্যবেক্ষনে রাখার পর কলকাতায় স্থানানতরিত করা হয়। অপরদিকে প্যাসেঞ্জার্স এসোসিয়েশনের সম্পাদক অজয় দোলুই জানান এই ধরনের কাজ করতে পেরে ভালো লাগছে।