খালনায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের নির্মান কাজের সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- আমতা ২নং ব্লকের খালনা গ্রাম পঞ্চায়েত এলাকায় খালনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিল রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ। মঙ্গলবার এই নতুন ভবন নির্মাণের কাজের সূচনা করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, আমতা ২ নং ব্লকের বিডিও সৈঃ মাসুদুর রহমান, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল, সহ অন্যান্যরা। স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ সূত্রে খবর নতুন ভবনটি নির্মান করতে ব্যায় হবে আনুমানিক ৯৭ লক্ষ টাকা।
এদিন নতুন ভবন নির্মাণের কাজের সূচনা করে বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। তিনি জানান নতুন এই ভবনে আমরা ২০ শয্যার অন্তঃবিভাগ চালু করার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আগামী ৬ মাসের মধ্যেই নতুন ভবনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।