ফুলেশ্বরে নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল অষ্টম শ্রেনীর ছাত্রের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, ফুলেশ্বর- বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল অষ্টম শ্রেনীর এক ছাত্রের। মৃত ছাত্রের বাড়ি হাওড়ার পিলখানায়। মৃত কিশোর হাওড়ার একটি বিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলেশ্বরের বৈকন্ঠপুর শশ্মান সংলগ্ম এলাকায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে।
জানা গেছে মঙ্গলবার পিলখানা এলাকার ৬ কিশোর স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে দক্ষিন পূর্ব রেলের ফুলেশ্বর ষ্টেশনে নামে। পরে তারা বৈকন্ঠপুর শশ্মান এলাকায় নদীর পাড়ে চলে আসে। ওই ৬ কিশোর। স্থানীয় সূত্রে খবর নদীর পাড়ে আসার পর ৫ যুবক নদীর পাড়ে বসে থাকলেও এক কিশোর নদীর পাড়ে জামা প্যান্ট জুতো খুলে ব্যাগ রেখে নদীতে নামে এবং কিছুক্ষনের মধ্যে জলে তলিয়ে যায়। এদিকে সঙ্গে থাকা কিশোর জলে তলিয়ে যাওয়ার আতঙ্কে ৫ কিশোর সেখান থেকে ফুলেশ্বর ষ্টেশনে আসলে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে আটকে রাখে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ঘটনার প্রায় ২ ঘন্টা পর ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরত্বে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন মৃত কিশোরের এক সঙ্গী জানায় ৬ জনের মধ্যে তারা ৩ জন দূরে বসে থাকলেও আমরা ৩ জন নদীর পাড়ে গিয়ে বসি। পরে ওই সঙ্গী নদীতে স্নান করতে নামলে পা পিছলে পড়ে যায় এবং নদীতে তলিয়ে যায়। ওই কিশোর জানায় আশেপাশে কেউ না থাকায় ওকে বাঁচাতে পারা যায়নি।