শ্যামপুরে ৩টি কেউটে সাপ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- রবিবার বিশ্ব সর্প দিবস। আর বছরের এই বিশেষ দিনটাতে হাওড়া জেলার শ্যামপুর ২ নং ব্লকের নাকোল গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামে একটি শৌচালয় থেকে দুটি কেউটে সাপ এবং ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের সাইবেনিয়া গ্রাম থেকে একটি কেউটে সাপ উদ্ধার করল ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যরা।


জানা গেছে রবিবার সকালে দামোদরপুর গ্রামের একটি শৌচালয়ের মধ্যে ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত তারা ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য শিবনাথ সামন্ত, অর্পন দাস এবং অভীক মাইতিকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে কেউটে সাপদুটিকে উদ্ধার করে। অন্যদিকে এদিন বিকালে সাঁইবেনিয়া গ্রামে জালে জড়ানো একটি কেউটে সাপ উদ্ধার করল ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যরা।
