শ্যামপুরে লাইলনের জালে আটকে গেল গোসাপ. পরে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- যাওয়ার সময় লাইলনের জালে আটকে পড়েছিল একটি গোসাপ। জাল থেকে বের হতে না পেরে ছটপট করেছিল গোসাপটি। অবশেষে ১৪ ঘন্টা জালে আটকে থাকার পর গোসাপটিকে জাল থেকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দিল ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যরা।
স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামপুর ২ নং ব্লকের শশাটি অঞ্চলের সুলতানপুরে এলাকা দিয়ে যাওয়ার সময় লাইলনের জালে আটকে পড়ে গোসাপটি। স্থানীয় বাসিন্দা সায়ন প্রামানিক ও শুভম সাউয়ের বিষয়টি নজরে আসর পর তারা জাল থেকে গোসাপটিকে উদ্ধার করার চেষ্টা করে। যদিও তারা ব্যার্থ হয়। পরে শুক্রবার সকালে সায়ন ওয়াইলন্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অভিক মাইতিকে খবর দেন। পরে অভিক মাইতি এবং অর্পন দাস দ্রুত ঘটনাস্থলে পৌছে গোসাপটিকে জাল থেকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দেয়।