জয়পুরে বিজেপির দুই প্রার্থীর বাড়ি সহ ৬টি বাড়িতে আগুন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- বিজেপির প্রার্থী হওয়ার অপরাধে আমতা ২ নং ব্লকের জয়পুরের অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিন কাঁকরোল গ্রামে বিজেপির দুই প্রার্থী সহ ৬ বিজেপির কর্মী সমর্থকের বাড়ি ও একটি দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির পক্ষ থেকে জয়পুর থানায় লিখিত অভিযোগ দাযের করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে তৃণমুল আশ্রিত দুস্কৃতীরাই তাদের ২ প্রার্থীর বাড়ি সহ ৬টি বাড়ি ও ১টি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। অন্যদিকে শুক্রবার সকালে জয়পুর থানার বিশাল পুলিস বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে পৌঁছায়।
আগুনে ক্ষতিগ্রস্থ বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ এই এলাকা থেকে তাদের দুই প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ক্রমাগত হুমকি দিয়ে আসছিল। যদিও তাদের হুমকি উপেক্ষা করেই ওই দুই প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়েছিল। বিজেপি প্রার্থী ঝুমা রায়ের স্বামী স্বপন রায় জানান স্থানীয় তৃণমূল নেতারা আমাদের নির্বাচনে দাঁড়াতে বারণ করেছিল।যদিও আমরা তাদের কথা শুনিনি। তিনি জানান বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর তৃনমুল আশ্রিত দুস্কৃতীরা বাইরে থেকে শিকল দিয়ে ঘরে আগুন দিয়ে দেয়। পরে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে কোনরকমে দরজার ভিতর থেকে হাত বের করে শিকল খুলে বাইরে বেরিয়ে আসি। অন্যদিকে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুন উদয় পাল চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রমেশ সাঁধুখা দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল। আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমূল আলম জানান বিজেপি নির্বাচনে পরাজয় স্বীকার করতে না পেরে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে।