বাগনানে কংগ্রেসের জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান-পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষনার পর পঞ্চায়েতের বোর্ড গঠন হতে না হতেই বাগনান ১ নং ব্লকের হাটুরিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী প্রার্থী হাসিনা বিবি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার বিকালে বাগনানে এক অনুষ্ঠানে হাসিনা বিবির হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। এদিন বিধায়ক অরুনাভ সেন বলেন নির্বাচনের ফল ঘোষণার দিনেই কংগ্রেসের জয়ী প্রার্থী হাসিনা বিবি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা হাসিনা বিবিকে দলে নিলাম।
অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে হাসিনা বিবি জানান আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে খুব ভালোবাসি। সেই কারণে কংগ্রেসের প্রতীকে নির্বাচনে জিতেও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। যদিও হাসিনা বিবি আতঙ্কে এইসব বলছে বলে দাবি করেছেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী। তার দাবি বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হাসিনা বিবির বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ায় উনি আতঙ্কে তৃণমূলে যোগ দিয়েছেন।