হাওড়ার ৮টি বুথে পুনঃনির্বাচন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সোমবার হাওড়া জেলার ৮টি বুথে পুনঃনির্বাচন হল। এদিন সকাল থেকে প্রতিটি ভোটগ্রহন কেন্দ্রেই শান্তিপূর্নভাবে ভোটগ্রহন শুরু হয়। তবে শনিবারের মত এদিন ভোটারদের মধ্যে সেভাবে উৎসাহ চোখে পড়েনি। যদিও শ্যামপুরের বালিচাতুরি ও বাগনানের গোবিন্দপুরে কিছুটা হলেও ভোটারদের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ ছিল। আবার উলুবেড়িয়ার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের দুটি বুথেই ভোটারদের মধ্যে সেভাবে উৎসাহ চোখে পড়েনি।
এদিন সকালে আলিপুকুর দক্ষিন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহারা দিচ্ছেন। বিদ্যালযের বাইরেও পাহারায় জওয়ানরা। ভোটাররা একে একে ভোট দেওয়ার পর তাদের ভোটগ্রহন কেন্দ্র খালি করার নির্দেস দিচ্ছেন জওয়নরা। অন্যদিকে বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখি এখানে জওয়ানরা বসে গল্প করছেন। তাদের বক্তব্য সেভাবে ভোটাররা আসছেননা। আন্যদিকে এদিন বাগনানের গোবিন্দপুরে পুলিশের টহল চলার সময় পুকুর থেকে একটি ব্যালট বাক্স উদ্ধার করে পুলিশ আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর এদিন উলুবেড়িয়া ১নং ব্লকের ৩টি বুথে ৮০.৬৯, শ্যামপুর ১ নং ব্লকের ১টি বুথে ৭৮.০৭. আমতা ২ নং ব্লকের ২টি বুথে ৭৭.৪৬, বাগনান ১ নং ব্লকের ১টি বুথে ৭৯.৫৮ এবং জগৎবল্লভপুরের ১টি বুথে ৪৩.৬৯ শতাংশ ভোট পড়েছে। প্রসঙ্গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন জেলার এই ৮টি ভোট গ্রহন কেন্দ্রে ঝামেলার জন্য ভোট গ্রহন বন্ধ করে দেওয়া হয়েছিল।