শ্যামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে শ্যামপুরের নোনাডাঙ্গীেলাকায় তৃণমূল কর্মী সমর্থকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএম আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। যদিও সিপিএম তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে বেশ কিছুদিন ধরেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নোনাডাঙ্গী এলাকায় সিপিএম তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা হচ্ছিল। শনিবারেও নির্বাচন চলাকালীন এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় তৃণমুল কর্মীদের অভিযোগ শনিবার ভোট দেওয়ার পর থেকেই সিপিএম আশ্রিত দুস্কৃতীরা তৃণমুল কর্মী রবিউল খাঁকে হুমকি দিচ্ছিল। পরে রবিবার সকালে তার বাড়িতে হামলা চালায়।
রবিউল খাঁ জানান রবিবার সকালে আমরা বাড়িতে না থাকার সূযোগে ১২/১৫ জন সিপিএম আশ্রিত দুস্কৃতী লাঠি রড ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমরা বাড়িতে গেলে দুস্কৃতীরা আমাদের উপর চড়াও হয়। আমাদের ৩ জনের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক জেলা পরিষদের প্রার্থী জুলফিকার আলী মোল্লা জানান নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সিপিএম এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে সিপিএমের হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাবির উন্নিন মোল্লা জানান সিপিএম কর্মীরা এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকতে পারেনা। তার দাবি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে প্রতিরোধ করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।