উদয়নারায়ণপুরে নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে মৃত ২
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়ের কাঠ খুলতে সেপটিক ট্যাঙ্কের মধ্যে নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উদয়নারায়ণপুর থানার পাঁচারুলে। মৃতেরা হল উদয়নারায়ণপুরের সিংটির বাসিন্দা আশুতোষ মান্না (৪৮) এবং উত্তর হরিশপুর পশ্চিম পাড়ার বাসিন্দা সঞ্জয় দাস ( ৪১)। উদয়নারায়ণপুর থানার পুলিশ মৃতদেহদুটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।
জানা গেছে মাস দুয়েক আগে পাঁচারুল পঞ্চায়েত অফিসের সামনে একটি নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের ঢালাই হয়।বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ সঞ্জয় দাস, আশুতোষ মান্না এবং নেপাল প্রামানিক সেপটিক ট্যাঙ্কের ভিতরের ঢালাই এর কাঠ খোলার জন্য সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন। সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামার পরেই ভিতরের গ্যাসে তিনজনেই অসুস্থ হয়ে পড়ে। নেপাল কোনরকমে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উপরে উঠে আসতে পারলেও সঞ্জয় ও আশুতোষ উপরে উঠতে পারেনা। পরে নেপাল চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে কোনরকমে ভিতর থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে তিনজনকেই স্থানীয় দেবীপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আশুতোষ মান্না এবং সঞ্জয় দাসকে মৃত বলে ঘোষণা করেন।