সাঁকরাইল বিধানসভার ৭ জন তৃণমূল কর্মী বহিস্কার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- দলের নির্দেশ অমান্য করে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করায় দিন কয়েক আগে উলুবেড়িয়া উত্তর বিধানসভার ৩৯ জন তৃণমূল কর্মীকে দল থেকে আজীবন বহিস্কারের কথা ঘোষনা করেছিল তৃণমূল নেতৃত্ব। আর এবার সাঁকরাইল বিধানসভার ৭ জনকে বহিস্কার করল তৃণমূল। বুধবার বাগনানে এক সাংবাদিক সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরুনাভ সেন। তৃণমূলের দলীয় সূত্রে খবর ৭ জনের এই বহিস্কারের তালিকায় ২জন গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান সহ ৫ জন তৃণমুল কর্মী আছেন। এরা প্রত্যোকেই দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বলে তৃণমূলের দলীয় সূত্রে খবর।
এদিন দলীয় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বিধায়ক অরুনাভ সেন জানান তৃণমূল কংগ্রেস এখন একটা বৃহৎ রাজনৈতীক দল হওয়ায় অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও আমরা বলেছিলাম সবাইকে প্রার্থী করা সম্ভব নয় তবে তাদের দল অন্যভাবে কাজে লাগাবে। যদিও তারা দলের প্রস্তাবে এইসব কর্মীরা রাজী না হয়ে নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছে। আর দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রত্রদ্বন্দিতা করায় এদের দল থেকে বহিস্কার করা হল।