নিরাপত্তার আবেদন সালেম খানের

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের এবং মেজো ছেলে সামসুদ্দিন খানের জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার আবেদন জানালেন আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান। বুধবার উলুবেড়িয়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই আবেদন করেন সালেম খান। এদিন সালেম খান বলেন আমার মেজো ছেলে সামসুদ্দিন খান এবার আমতার কুশবেড়িয়া থেকে পঞ্চায়েত সমিতির ৪১ নং আসন থেকে সিইআইএমের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। তিনি অভিযোগ করেন সামসুদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার পর থেকেই তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা আমাদের প্রাননাশের হুমকি দিচ্ছে। আমার বাড়ির সামনে পুলিশ পিকেট থাকলেও আমি ও সামসুদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছি বলে অভিযোগ করেন সালেম খান।

আনিস খানের মামলা ধামা চাপা দেওয়ার জন্য নির্বাচনকে ইসু করে আমাকে মেরে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সালেম খান। নিরাপত্তার জন্যপুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও মহামান্য আদালতের কাছে আমাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আবেদন জানিয়েছি বলে জানান সালেম খান। অন্যদিকে যদি পুলিশ আনিসের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যার্থ হয় এবং যদি তাদের পরিবারের উপর সামান্যতম আক্রমন হয় তাহলে তার দায় জেলার পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর বর্তাবে বলে জানান আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী। অন্যদিকে বাজার গরম করার জন্য এইসব কথা বলছে বলে জানান হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি অরুনাভ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *