উলুবেড়িয়া ২ নং ব্লকে ৩৯ জন তৃণমূল কর্মী বহিস্কার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- দলের নির্দেশ অমান্য করে দল বিরোধী কাজ করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করায় উলুবেড়িয়া ২ নং ব্লকের ৩৯ জন বিক্ষুব্ধ তৃণমুল কর্মীকে বহিস্কার করল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার বিকালে আমতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। তৃণমূলের দলীয় সূত্রে খবর বহিস্কৃত ৩৯ জন তৃণমূল কর্মীদের মধ্যে বানীবন, তেহট্ট কাঁটাবড়িয়া ১ নং, তেহট্ট কাঁটাবেড়িয়া ২ নং, জোয়ারগড়ি, বাসুদেবপুর এবং তুলসীবেড়িয়া অঞ্চলের একাধিক তৃণমূল কর্মীকে দল থেকে থেকে বহিস্কার করা হয়। তৃণমূলের দলীয় সূত্রে খবর বহিস্কৃত তৃণমুল কর্মীদের মধ্যে একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করছে।
এদিন বিধায়ক ডাঃ নির্মল মাজি বলেন দলের নির্দেশে এই ৩৯ জনকে আজীবন তৃণমুল কংগ্রেস থেকে বহিস্কার করা হল। বিধায়ক অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই এইসব তৃণমূল কর্মীরা দলবিরোধী কাজ করছিল। দলের মধ্যে থেকে অর্ন্তঘাত করছিল। সেই কারণে এদের দল থেকে বহিস্কার করা হল। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াস সহ অন্যান্যরা।