কেউটে সাপ উদ্ধার
হাওড়া নিউজ ২৪, শ্যামপুর: গ্রামীণ হাওড়া জেলার প্রতিবেশী জেলা পুর্ব মেদিনীপুরের মায়াচরে মুগরীতে আটকে পড়া কেউটে সাপ উদ্ধার করল ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের পরিবেশ কর্মীরা। জানা গেছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে মহিষাদল থানার মায়াচর এলাকায় একটি মাছ ধরার থেকে একটি কেউটে সাপ আটকে পড়ে। মায়াচরের বাসিন্দা শুভদীপ মান্না হাওড়ার শ্যামপুরের ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অভীক মাইতিকে বিষয়টি জানান। একটু সময় নষ্ট না করে অর্পণ দাস, অনিরুদ্ধ সাঁতরাকে নিয়ে সাপ উদ্ধারে ছুটে যান অভীক। পরে সাপটিকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দেয় তারা।
অভীক মাইতি বলেন রূপনারায়ণ নদের এপারে হাওড়া জেলার অংশে মায়াচরের অবস্হান। এখানে কোন বন্যপ্রান উদ্ধারকারী দল নেই। নদী পেরিয়ে বন দপ্তরের কর্মীরা আসতে দেরী হবে। সাপটির প্রান সংশয় হতে পারে। সেইজন্য আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করি।