বাগনানে কেরিয়ার গাইডেন্স শিবির
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান – উচ্চশিক্ষায় উচ্চমাধ্যমিকের গুরুত্ব কতখানি, আর্টস নিয়ে পড়ে কোন কোন চাকরি পাওয়া যায়, বাণিজ্য নিয়ে পড়লে তারই বা ভবিষ্যৎ কী, নিটের প্রস্তুতি ঠিক কীভাবে নেওয়া দরকার — এরকমই অজস্র প্রশ্ন পড়ুয়াদের মনে দেখা দেয়। এই সমস্ত বিষয় নিয়ে পড়ুয়াদের মধ্যে সম্যক ধারণা তৈরি করতে এগিয়ে এলো ‘আমতা স্বপ্ন দেখার উজান গাঙ’। আমতার এই স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে রবিবার বাগনানের ভূঁয়েড়া বি.এন.এস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেরিয়ার গাইডেন্স শিবির।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে সফল হতে গেলে ঠিক কীভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা উপস্থিত পড়ুয়াদের সুন্দরভাবে বুঝিয়ে দেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের এমবিবিএস পড়ুয়া সৌনক গুড়িয়া। নতুন জাতীয় শিক্ষা নীতি অনুসারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোর্স স্ট্রাকচার ঠিক কেমন হতে চলেছে তা নিয়ে সবিস্তারে আলোচনা করেন উলুবেড়িয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাকেশ ঘোষ। আবার বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির বিষয়ে খুঁটিনাটি বলেন অরিজিৎ মাইতি। এই কেরিয়ার গাইডেন্স শিবিরের পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের পাশাপাশি কলেজ পড়ুয়ারাও এই শিবিরে অংশ নিয়েছিল। সংগঠনটির সম্পাদক তাপস পাল জানান, শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে আমাদের পথচলা। সেই লক্ষ্যেই আমরা বছরভর পড়ুয়াদের পাশে থাকতে চেষ্টা করি। পড়ুয়াদের পাশে থাকতেই এই উদ্যোগ।
তিনি আরও জানান, এই শিবির থেকে পড়ুয়ারা ভীষণ ভাবে উপকৃত হয়। তাদের কাছে কেরিয়ার তৈরির বিভিন্ন দিক তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। বাগনানের বাঁটুল থেকে এই শিবিরে যোগ দিতে এসেছিল হিমাংশু দত্ত। হিমাংশুর কথায়, আমরা গ্রামে থাকি। চাকরির এতো দিক সম্পর্কে জানিনা। এদিন স্যারের অত্যন্ত সহজভাবে তা বুঝিয়ে দিলেন। এদিনের এই শিবিরে বক্তারা বক্তব্য রাখার পাশাপাশি পড়ুয়াদের কাছে প্রোজেক্টরের মাধ্যমেও বিভিন্ন পিপিটি উপস্থাপন করেন।