প্রার্থী না পসন্দ, কার্যালয়ে তালা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পঞ্চায়েত নির্বাচনে তাদের পচ্ছন্দের প্রার্থীকে টিকিট না দেওয়ায় তৃণমূল নেতাদের দলীয় কার্যালয়ে তালা দিয়ে আটকে রাখার অভিযোগ উঠল উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের জোয়ারগোড়ি অঞ্চলের দলের একাংশ কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালের এই ঘটনায় প্রায় ঘন্টা দুয়েক তৃণমূল নেতারা কার্যালয়ে তালাবন্দী থাকে।

তৃণমূলের দলীয় সূত্রে খবর জোয়ারগোড়ি গ্রাম পঞ্চায়েতের ১১ নং আসনে এবং জেলা পরিষদের ২০নং আসনে দুটি নাম ঠিক করে দলের কাছে পাঠায় এলাকার তৃণমূল কর্মীরা। অভিযোগ সোমবার রাতে তারা জানতে পারে তাদের পাঠানো নাম দুটি পরিবর্তন করে নতুন দুজনকে নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। মঙ্গলবার সকালে জোয়ারগোড়ি অঞ্চলে তৃণমূলের কার্যালয়ে দলীয় নেতৃত্ব বৈঠক করার সময় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেয়। ভিতরে আটকে পড়ে একাধিক তৃণমূল নেতৃত্ব। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ করেন আমরা সর্বসম্মতভাবে দুটি আসনের জন্য প্রার্থী ঠিক করে দলের নেতৃত্বের কাছে পাঠালেও তারা অন্য দুজনকে টিকিট দেয়। বিক্ষুব্ধ কর্মীদের দাবি তাদের মনোনিত প্রার্থীকে টিকিট না দেওয়া হলে প্রয়োজনে তারা এই দুটি আসনে নির্দল প্রার্থী দাঁড় করাবেন। যদিও এই ব্যাপারে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের কোন তৃণমূল নেতৃত্ব কোন মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *