বাগনানে, আমতায় তৃণমূলে, শ্যামপুরে সিপিএমে যোগদান
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনার পর শুক্রবার থেকেই মননোয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া চলার মাঝেই রবিবার বাগনান বিধানসভার ওড়ফুলি, শরৎ এবং হাল্যান গ্রাম পঞ্চায়েত থেকে এক হাজার বিজেপি, সিপিএম এবং কংগ্রেস নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল। এদিন বাগনানের খালোড়ে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন।
এদিন তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিধায়ক অরুনাভ সেন বলেন রবিবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের অধিকাংশ প্রান্তিক পরিবারের। ১০০ দিনের কাজ করেও এরা টাকা পাচ্ছেনা। আর কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদ জানাতে এরা দলত্যাগ করেছে।
অন্যদিকে এদিন আমতা বিধানসভার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান অষ্টপদ দোলুই তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আমতার বিধায়ক সুকান্ত পাল।
এদিন শ্যামপুর ১ নং ব্লকের বাণেশ্বরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের শুখাকুটি গ্রামে দুই শতাধিক তৃণমুল কর্মী সিপিএমে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাবির উদ্দিন মোল্লা।
এদিন দলীয় কর্মীদের সমর্থনে উদয়নারায়ণপুরে মিছিল করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। এদিন উদয়নারায়ণপুরের বসন্তপুর চালকলতলা মোড় থেকে পেঁড়ো চৌরাস্তা পর্যন্ত হওয়া এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হযেছিলেন।