উলুবেড়িয়ায় ঋণ মেলাও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বুধবার উলুবেড়িয়া পুরসভার প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত ঋণ মেলা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী পুলক রায় বলেন রাজ্যের সমস্ত জেলা জুড়ে এই মেলা হচ্ছে। রাজ্যে সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কি কি পরিষেবা দেয় সেটা প্রকাশ্যে সকলকে জানানোর জন্য এই মেলার আযোজন।

মন্ত্রী পুলক রায় বলেন ২০২২-২৩ আর্থিক বর্ষে হাওড়া জেলায় ঐক্যশ্রী প্রকল্পে (প্রি ম্যাট্রিক) ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ৪৩১ জন ছাত্রছাত্রীকে ১৩ কোটি ৯৮ লক্ষ ৪১ টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে। ক্ষুদ্র ঋণ প্রকল্পে ৪৩৬ জন সংখ্যালঘুকে ব্যবসার জন্য ৩কোটি ৬৯ লক্ষ ৩৬ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রুপের ৩ হাজার ৭৪৩ জন সদস্যকে ৭কোটি ২৬ লক্ষ ৩১ হাজার টাকা দেওয়া হয়েছে। মন্ত্রী পুলক রায় বলেন  ২০২৩ -২৪ আর্থিক বর্ষে এখনোও পর্যন্ত ঐক্যশ্রী প্রকল্পে ৩ হাজার ৩৪০ জনকে ৪৭ লক্ষ ৬৪ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পে  ব্যবসার জন্য ২৯ জন এবং ২১ লক্ষ ১২ হাজার টাকা এবং বিভিন্ন গ্রুপের ৬১৩ জনের হাতে আর্থিক অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। ঐক্যশ্রী প্রকল্পে ২৪ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর মেলা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই মেলা চলবে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *