শ্যামপুরে একাধিক মৃত গোসাপ ও বেজি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- সোমবার সারা দেশে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। আর বছরের এই বিশেষ দিনেই শ্যামপুরের ১ নং ব্লকের ডিহিমন্ডলঘাটের বানিয়া গ্রাম থেকে একসঙ্গে ৫টি মৃত গোসাপ ও ৪ টি মৃত বেজি উদ্ধার করল বন দপ্তর। পরিবেশ দিবসের দিন এতগুলো বন্যপ্রান উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। জানা গেছে সোমবার বিকালে বানিয়া গ্রামের ঝোপঝাড়ের মধ্যে প্রানীগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মৃত গোসাপ এবং বেজিগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।
পরিবেশকর্মী জাকির হোসেন জানান স্থানীয় বাসিন্দাদের মারফত গোসাপ ও বেজিগুলির মৃত্যু সংবাদ পাই। এরপর বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। তারা এসে মৃত প্রানীগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের আধিকারিক রাজেশ মুখোপাধ্যায় জানান আমরা মৃত গোসাপ ও বেজিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গড়চুমুক প্রানী চিকিতসা কেন্দ্রে পাঠিয়েছি। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রসঙ্গত কয়েক মাস আগে ডিহিমন্ডলঘাট এলাকা থেকে বেশ কয়েকটি গোসাপকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল বন দপ্তর।