পরিবেশ দিবসে নিজের জমানো টাকায় গাছের চারা কিনল অনুসুয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- করোনার সময় নিজের জমানো এক হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তুলে দিয়েছিল উলুবেড়িয়ার বহিরার বাসিন্দা কালীনগর উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী অনুসুয়া সাঁতরা। আর এবার পরিবেশকে বাঁচাতে নিজের জমানো ১৫০০ টাকা দিয়ে গাছ কিনে বিতরন করল কালীনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এই ছাত্রী। সোমবার বিশ্ব পরিবেশ দিবসে নার্সারি থেকে ১০০ গাছের চারা কিনে বহিরা গ্রামে বিতরন করল সে। পাশাপাশি পাখিদের জন্য গাছে অস্থায়ী বাসা বানিয়ে এবং জলের ব্যবস্থা করল অনুসুয়া। তাকে এই কাজে সাহায্য করল অনসুয়ার বাবা পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। পরিবেশ দিবসে নিজের জমানো টাকায় গাছ কিনে সকলের মধ্যে বিতরন করতে পেরে খুশী অনুসুয়া।

তার বক্তব্য পরিবশেকে বাঁচাতে আমার নিজের জমানো টাকায় গাছ লাগানোর পরিকল্পনা করি। সেইমত গাছ কিনে বিতরন করেছি। অন্যদিকে মেয়ের এই কাজে খুশী অনুসুয়ার বাবা দেবাশীষ সাঁতরা। তিনি জানান এর আগে করোনার সময় ও মেয়ে তার জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দিয়েছিল এবার পরিবেশ দিবসে জমানো টাকায় গাছ কিনল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *