উলুবেড়িয়া শহরে নতুন বাইপাস রাস্তা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবড়িয়া- উলুবেড়িয়া শহরকে যানজট মুক্ত করতে দীর্ঘদিন আগে শহরের বাইরে দিয়ে একটা বাইপাস রাস্তা তৈরী করার পরিকল্পনা করেছিল উলুবেড়িয়া পুরসভা। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ ও ৭ মিটার চওড়া বাইপাস রাস্তাটি উলুবেড়িয়া বাহির গঙ্গরামপুর থেকে জেটিঘাট পর্যন্ত হবে। রাস্তা নির্মান করতে ব্যায় হবে আনুমানিক ৪২ কোটি টাকা। বাইপাস রাস্তাটি নির্মাণ করবে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। মঙ্গলবার বাইপাস রাস্তা নির্মাণের জন্য উলুবেড়িয়া পুরসভা, পূর্ত দপ্তর, ভূমি  ও ভূমি সংস্কার, সেচ দপ্তরের আধিকারিকরা জমি জরিপের পর চিহ্নিত করেন।

উলুবেড়িয়া শহরের মধ্যে দিয়ে গেছে ওটি রোড। আর শহরের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তার যানজট এখন সাধারন মানুষ থেকে নিত্যযাত্রীদের কাছে আতঙ্কের অন্যতম কারণ। সকাল থেকে রাত নিত্যদিনের যানজটে স্তব্ধ থাকে শহরের অন্যতম ব্যাস্ত এই রাস্তা। বিশেষ করে দিনের বেলা এবং সন্ধ্যার সময় যানজটের কারণে স্তব্ধ হয়ে যায় উলুবেড়িয়া শহর। আর শহরের এই সমস্যা দূর করতে দীর্ঘদিন আগে শহরের বাইরে দিয়ে নতুন একটি বাইপাস রাস্তা তৈরীর পরিকল্পনা করা হয়। আর দীর্ঘদিন পর সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। নতুন বাইপাস রাস্তা নির্মাণ প্রসঙ্গে রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় জানান উলুবেড়িয়ার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনে এই নতুন বাইপাস রাস্তা নির্মাণ করা হবে। আগামী আগষ্ট মাস থেকেই পূর্ত দপ্তর রাস্তার কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী পুলক রায়। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান বাইপাস রাস্তাটি নির্মাণ হয়ে গেলে উলুবেড়িয়া শহর দীর্ঘদিনের যানজটের সমস্যা থেকে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *