শ্যামপুরে তৃণমূলের সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের প্রথমেই তার হাওড়া গ্রামীণ জেলায় আসার কথা। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সূত্রে খবর আগামী ৩ রা জুন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জেলায় আসার কথা। সেদিন দুপুরে ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ে আসার পর একটি রেলিতে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বাগনান খালোড় কালিবাড়িতে তার পূজো দেওয়ার কথা। বাগনান থেকে বেরিয়ে তিনি শ্যামপুরে যাবেন। সেখানে সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠে জনসভায় অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তিনি যাবেন ৫৮ গেটে। সেখানে একটি রেলিতে অংশ নেওয়ার পর তিনি উলুবেড়িয়া শহর পরিক্রমা করে খলিশানি কালীতলায় যাবেন। সেখানে ও একটি রেলিং অংশ নিয়ে তিনি পৌঁছে যাবেন ১৬ নং জাতীয় সড়কের পাশে রঘুদেবপুরের নেতাজী সংঘের মাঠে। সেখানে তিনি দলীয় অধিবেশনে যোগ দেবেন। তৃণমূলের দলীয় সূত্রে খবর এখানেই দলীয় কর্মীদের সঙ্গে রাত্রি যাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার বিকেলে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচির কথা ঘোষণা করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক কালিপদ মন্ডল, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। এদিন বিধায়ক অরুনাভ সেন বলেন প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির কথা ঘোষণা করা হলেও আগামী ৩০ মে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে দলের সাধারণ সম্পাদকের এই কর্মসূচি হাওড়া গ্রামীণ জেলায় ঐতিহাসিক রুপ নেবে বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়।