খুনের দায়ে যাবজ্জীবন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া :  বচসার জেরে প্রতিবেশী যুবক শ্যামপুরের আয়মা আলিপুরের বাসিন্দা সেখ মতিয়ারকে খুনের দায়ে সেখ সাজামালকে যাবজ্জীবন সাজা ঘোষনা করলেন উলুবেড়িয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজেশ কুমার সিং (দ্বিতীয় কোর্ট)। মঙ্গলবার বিচারক সেখ সাজামালকে ৩০২ ধারায় যাবজ্জীবন করাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৬ মাস কারাদন্ড এবং ৩৪১ ধারায় ১ মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমান অনাদায়ে আরোও ১ সপ্তাহ কারাদন্ডের নির্দেশ দেন। 

 সরকারি পক্ষের আইনজীবি হারুচন্দ্র দোয়ারি জানান ২০১৬ সালের ১৬আগষ্ট রাতে সাজামালের সঙ্গে মতিয়ারের বচসা বাধে। সেই সময় সাজামাল মতিয়ারকে দেখে নেওয়ার হুমকিও দেয়। হারুচন্দ্র দোয়ারি জানান রাতে মতিয়ার দোকান থেকে বাড়ি ফেরার পথে সাজামাল একটি কাঁচের ভাঙা বোতল নিয়ে মতিয়ারের গলায় ঢুকিয়ে দেয়। পরে সাজামাল এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় সাজামালকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পরে কলকাতায় স্থানানতরিত করা হলে পরেরদিন সেখানে মতিয়ারের মৃত্যু হয়। পরে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে সাজামালের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দাযের করলে রাতেই পুলিশ সাজামালকে গ্রেপ্তার করে। শুক্রবার সাজামালকে দোষী সাবস্ত করার পর মঙ্গলবার তার সাজা ঘোষণা করেন বিচারক রাকেশ কুমার সিং। বিচারপ্রক্রিয়া চলাকালীন সেখ সাজামাল জেলবন্দী ছিলেন বলে জানান সরকারি আইনজীবি হারুচন্দ্র দোয়ারি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *