মহেশপুরে খাল কাটার সূচনা করলেন মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুধু খাল কাটলেই হবেনা খাল সংস্কারের দায়িত্ব নিতে হবে। আর স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে এই খাল সংস্কারের দায়িত্ব নিতে হবে। প্রতি বছর বর্ষার আগে নিয়ম করে খাল সংস্কার করতে হবে। রবিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার মহেশপুর অঞ্চলে খাল কাটার সূচনা করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। প্রশাসন সূত্রে খবর মহেশপুর দত্তপাড়া থেকে ঘরসলোপ শশ্মান পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ এই খাল কাটাতে ব্যায় হবে ১ কোটি ৩০ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে খবর খাল কাটার পাশাপাশি সেচের সুবিধার জন্য ৬ টি জায়গায় সোলার পাম্পিং সিস্টেম বসানো হবে।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন খাল সংস্কার হলে সেচের যেরকম সুবিধা হয় সেইরকম নিকাশির ও সুবিধা হয়। তিনি বলেন খাল সংস্কারের দায়িত্ব কৃষকদের সম্মিলিত ভাবে নিতে হবে। খালটি কাটা হয়ে গেলে এলাকার ২৬০০ কৃষক পরিবার উপকৃত হবে বলে জানান মন্ত্রী পুলক রায়। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধান্দালিতে আরও একটি খাল কাটার সূচনা করেন মন্ত্রী পুলক রায়।