বাগনানে হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান – পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে মহিলার দায়িত্ব নিয়ে কাজ করছেন। তবুও আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দিদির দূত হিসেবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। কারন আগামী পঞ্চায়েত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে বাগনানের নবাসন ফুটবল মাঠে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত কর্মী সম্মেলনে দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন গত বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয় স্বীকার করতে না পারায় বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে। তারা বুঝে গেছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। আর রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক ভাবে ব্যাবহার করছে বলে অভিযোগ করেন মন্ত্রী পুলক রায়
এদিনের এই মহিলা কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সোনালী সিংহ রায়, হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌসুমী সেন সহ অন্যান্যরা।