আমতা ও বাগনানে বাজ পড়ে মৃত ৩
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – বৃহস্পতিবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলার আমতা ও বাগনানে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন তিনজন। মৃতেরা হল আমতা ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের শেরপুরের বাসিন্দা মহানন্দ ঘুকু (৫৩), আমতা সিরাজবাটী গ্রাম পঞ্চায়েতের মিল্কিচক ধুনরি পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল (৩৭) এবং বাগনান বাকসি দেউলগ্রাম গ্রাম পঞ্চায়েতের ছিলামপাড়ার বাসিন্দা জুলফিকার হোসেন (২২)।
জানা গেছে বৃহস্পতিবার বিকেলে ঝড়বৃষ্টির সময় আমতার শেরপুরে মহানন্দ ঘুকু জমিতে ধান কাটার সময় বাজ পড়লে তিনি মারাত্মক জখম হন। তাকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বিকেলে আমতার ধুনুড়িপাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় বাজ পড়লে ইসমাইল সহ তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকেলে দেউলগ্রাম ছিলামপাড়ার বাসিন্দা জুলফিকার হোসেন জমিতে ধান কাটার সময় আচমকা বাজ পড়লে তিনি গুরুতর জখম হন। তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।