আমতার মুক্তিরচক গণধর্ষণ মামলায় ৮ জন দোষী সাব্যস্ত

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতার মুক্তিরচক গণধর্ষণ মামলায় বৃহস্পতিবার ৮ জনকে দোষী সাব্যস্ত করল আমতা আদালত। বৃহস্পতিবার আমতা আদালতের বিচারক রোহন সিনহা অভিযুক্ত ১০ জনের মধ্যে ৮ জনকে দোষী সাব্যস্ত করেন। বাকী ২ জনকে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক। আগামী শনিবার এই মামলার রায় ঘোষণা হবে। 

 প্রসঙ্গত ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে আমতার মুক্তিরচক গ্রামে এক গৃহবধু ও তার জাঠতুতো শ্বাশুড়িকে গণধর্ষণ করে এই ৮ জন। দোষীরা হল বরুণ মাখাল, বংশী গায়েন, নব গায়েন, সৈকত মন্ডল, সুকান্ত পাত্র, গৌতম মাখাল, গৌরহরি মাখাল ও শংকর মাখাল। ঘটনার ৯ বছর পর এই গণধর্ষণ মামলায় ৮ জনকে দোষী সাব্যস্ত করা হল। এদিন দোষী ৮ জনকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে সেদিনের এই ঘটনার পরপরই ধর্ষিতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিশ সকলকেই গ্রেপ্তারকরে। মাঝে অভিযুক্তরা জামিন পায়। তবে এলাকায় ঢোকা তাদের নিষিদ্ধ ছিল। এছাড়াও নির্যাতিতাদের যথাযত নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মুক্তিরচক গ্রামে পুলিশের ক্যাম্প করা হয়। সরকারি আইনজীবী সিদ্ধার্থ মজুমদার বলেন আজ বিচারক ৮ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। আর ২ জনকে বেকসুর খালাস করে দিয়েছেন। আগামী শনিবার এই মামলার রায় ঘোষণা করবেন বিচারক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *