ভবানীপুরে সেতুর শিল্যান্যাস করলেন মন্ত্রী পুলক রায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়াঃ কোনভাবেই রাস্তার দুই পাশ দখল করা যাবেনা। আমি প্রশাসনকে বলব তারাও যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। বুধবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে দামোদর নদীর উপর নতুন সেতুর শিলান্যাস করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। প্রশাসন সূত্রে খবর সেতুটি একদিকে শ্যামপুর ও অন্যদিকে উলুবেড়িয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে।

প্রশাসন সূত্রে খবর দামোদর নদীর উপর ৯০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার চওড়া সেতুটি নির্মাণ করতে খরচ হবে প্রায় ১২ কোটি টাকা। সেতুটি নির্মাণ হয়ে গেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি,ধান্দালী, নবগ্রাম এবং বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষ উপকৃত হবেন। এদিন সেতুর শিল্যান্যাস করে মন্ত্রী পুলক রায় বলেন সেতুটি নির্মাণ করতে দেড় বছর সময়সীমা ধার্য করা থাকলেও আগামী এক বছরের মধ্যেই সেতুর কাজ শেষ হবে। মন্ত্রী পুলক রায় বলেন সেতুটি নির্মাণ হয়ে গেলে মাতাপাড়া থেকে শ্যামপুর রাস্তা চওড়া করা হবে।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কালিপদ মন্ডল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সৌমেন পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *