চেঙ্গাইলের ল্যাডলো বাজারে বিধ্বংসী আগুন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল চেঙ্গাইল ল্যাডলো বাজারের স্থায়ী অস্থায়ী ১৫০ টি দোকান। মঙ্গলবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। অন্যদিকে ঈদের আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে, দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনের পাশে ল্যাডলো বাজারে আগুন লাগে। দোকানগুলিতে দাহ্য পদার্থ মজুত থাকায় চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা একের পর এক দোকানে ছড়িয়ে পড়তে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে উলুবেড়িয়া, আলমপুর, লিলুয়া, হাওড়া ও কলকাতা থেকে আরও ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী । পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ততক্ষণে সমস্ত দোকান আগুনে ভষ্টিভূত হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার অনেক পর দমকল আশায় সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বাজারের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। আগুন লাগার পর সেই তালা ভেঙ্গে ভেতরে ঢোকে আগুন নিভানোর কাজ শুরু করেছিল স্থানীয় বাসিন্দারা। কি কারনে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে। বুধবার সকালে এলাকায় যান উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, পুরসভার জল দপ্তরের চেয়ারম্যান আকবর শেখ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *