গোসাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- মাত্র ৩০ সেন্টিমিটারের ফাঁক পাঁচিলের। আর সেই ফাঁক দিয়ে যেতে গিয়েই আটকে পড়ল একটি পূর্নবয়স্ক গোসাপ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনানের খালোড়ে। পরে বন দপ্তর ও পরিবেশকর্মীদের চেষ্টায় প্রায় ৬ ঘন্টা পর গোসাপটিকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে মঙ্গলবার খালোড়ের বাসিন্দা পরিমল বেরার বাড়ির পাশে একটি পাঁচিলের ৩০ সেন্টিমিটার ফাঁকে গোসাপটি আটকে পড়ে। বিষয়টি জানতে পেরে বন দপ্তরের কর্মীরা সেখানে আসলেও গোসাপটিকে বের করতে পারেনি।পরে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক ও রঘুনাথ মা্ন্না দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল চক্রবর্তী। অবশেষে পাঁচিল ভেঙে বিকেল ৪টে নাগাদ গোসাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। পরে বাড়ির লোকেদের অনুরোধে ওই এলাকার পাশে একটি জলাশয়ে গোসাপটিকে ছেড়ে দেওয়া হয়।