সাপ ও জল গোসাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনানের বরুন্দায় রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকা একটি এশিয়ান ওয়াটার মনিটর লির্জাড বা জল গোসাপের বাচ্চাকে উদ্ধার করল পরিবেশকর্মীরা। জানা গেছে রবিবার বরুন্দা মনি পাড়ায় রাস্তার পাশে জল গোসাপের বাচ্চাটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পশুপ্রেমী সুখময় চক্রবর্তী। তিনি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি ডাঃ সৌরেন্দু শেখর বিশ্বাসকে বিষয়টি জানালে তিনি পরিবেশকর্মী চিত্রক প্রামানিককে বিষয়টি জানান।
পরে চিত্রক জল গোসাপের বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর পরিবেশে ছেড়ে দেয়। অন্যদিকে এদিন বাগনানের খালোড় কালিবাড়ির কাছে জণৈক বিয়াস সামন্তের বাড়ির পাশের একটি পরিতক্ত ঘর থেকে প্রায় সাড়ে ৩ ফুট লম্বা একটি বিষধর চন্দ্রবোড়া সাপকে উদ্ধার করে পরিবেশকর্মীরা। পরে সাপটিকে পরিবেশে ছেড়ে দেওয়া হয়।