এ সি মিলানের উদ্যেগে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে স্পোর্টস অ্যাকাডেমী

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- খেলাধুলা জীবন পরিবর্তন আনতে পারে। এই লক্ষ্যে উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধূলায় উৎসাহ দিতে এগিয়ে এল ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এ সি মিলান। এ সি মিলান ভারত ছাড়াও পৃথিবীর ৫টি দেশে ইনক্লুসিভ স্পোর্টস অ্যাকাডেমী তৈরী করছে। সেইমত উলুবেড়িয়া আশা ভবন সেন্টারেও তারা ও একটি স্পোর্টস অ্যাকাডেমী তৈরী করেছে।

আশা ভবন সেন্টার সূত্রে খবর এই আ্যাকাডেমীতে একটি উন্নতমানের মাল্টিপারপাস কোর্ট তৈরী করা হয়েছে। যেখানে আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হ্যান্ডবল, বাস্কেটবল, ফ্লোরবল, ব্যাডমিন্টন অনুশীলন করতে পারবে। সোমবার সকালে এই স্পোর্টস অ্যাকাডেমীর উদ্বোধন করেন সুইজারল্যন্ডের বাসিন্দা চিকিৎসক ডাঃ জিওভানি পেদাজিনি এবং তার স্ত্রী মারিয়া লুইসা পেদাজিনি। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু সহ অন্যান্যরা।

আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই জানান এই ধরনের উন্নতমানের মাল্টিপারপাস কোর্টে আমাদের এখানকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনুশীলনী করতে পারবে। তিনি জানান এর ফলে এইসব শিশুদের মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধি পাবে। জন মেরী বারুই জানান গত বছর আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ভারত ফুটবল প্রতিযোগিতায় আশা ভবন সেন্টারের দুই কিশোরী ভারতীয় দলের হয়ে অংশ নিয়েছিল। এবার জার্মানির বার্লিনে স্পেশাল সামার গেমসে ফুটবলে ভারতীয় দলের হয়ে আশা ভবন সেন্টারের ৪ কিশোরী এবং হ্যান্ডবল দলে ১ জন কিশোরী অংশ নিচ্ছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *