উদয়নারায়ণপুরে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- ওযেস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পে রাজ্যের পাঁচটি জেলায় বন্যা নিয়ন্ত্রনের কাজ চলছে। আর সেই কাজের মধ্যকালীন কাজ খতিয়ে দেখতে শনিবার হাওড়া জেলার উদয়নারায়ণপুরে এল বিশ্ব ব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাঙ্কের কর্নধার মিঃ হিউপ এবং এশিয়ান ব্যাঙ্কের কর্নধার ডেভিড জিনটিন। এছাড়াও প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকবৃন্দ।
এদিন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা উদয়নারায়ণপুরের পেঁড়ো, বকপোতা, শিবানীপুর এলাকার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সেচ দপ্তর সূত্রে খবর ২০২০ সাল থেকে এই বন্যা নিয়ন্ত্রনের কাজ শুরু হয়েছে। সেই কাজের মধ্যকালীন কাজের অগ্রগতি দেখতে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত জেলাগুলি ঘুরে দেখছেন। সেচ দপ্তর সূত্রে খবর এদিন উদয়নারায়ণপুরের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা।