বিশ্ব জলজ প্রাণী দিবস পালন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, গড়চুমুক – জলজ প্রাণী সংরক্ষণ নিয়ে ছাত্র ছাত্রীদের সচেতন করার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ জু অথরিটি, হাওড়া বন বিভাগ এবং গড়চুমুক মিনি জু। সোমবার “বিশ্ব জলজ প্রাণী দিবস” (ওয়ার্ল্ড অ্যকোয়াটিক অ্যানিম্যাল ডে) পালন হল গড়চুমুক চিড়িয়াখানায়। এদিন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের বন্যপ্রান নিয়ে সচেতন করার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও প্রকৃতি পাঠশালার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার নিরঞ্জিতা মিত্র , বন বিভাগের আধিকারিকগন, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক প্রমুখ।
চিত্রক প্রামানিক জানান আমাদের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক সহ, যেসব প্রানী সমুদ্রের জলে থাকে যেমন তিমি, অক্টোপাস, হাঙর, স্টার ফিস সহ বিভিন্ন জলজ প্রাণী কে রক্ষার ব্যাপারে আগামী প্রজন্মের ছাত্র ছাত্রীদের সচেতন করার জন্য আজকের দিনটি পালন করা হয়। এছাড়া আমাদের নদী খাল বিল পুকুরে যেসব জলজ প্রাণী থাকে যেমন কচ্ছপ, ঝিনুক, শামুক গেঁড়ি, কাঁকড়া সহ বিভিন্ন দেশীয় মাছ আমাদের জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য কিভাবে বজায় রাখে সেই বিষয়েও ছাত্র ছাত্রীদের অবগত করা হয়।